যে ৫টি বিষয় তরুণদের ক্যারিয়ার ভাবনায় অবশ্যই রাখা উচিৎ
“তুমি কী হতে চাও?”—শৈশবে শোনা এই সাধারণ প্রশ্নটাই বড় হয়ে ওঠার পর হয়ে দাঁড়ায় জীবনের সবচেয়ে জটিল প্রশ্নগুলোর একটি। পড়ালেখা শেষ করলেই যেন তরুণরা ঢুকে পড়ে এক দ্বিধা ও অনিশ্চয়তার জগতে। পরিবার, আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব—সবার কাছ থেকেই আসে একেক রকম পরামর্শ। এই ভিড়ের মধ্যে নিজের স্বপ্ন, আগ্রহ, বাস্তবতা ও ভবিষ্যতের পরিকল্পনাগুলোকে ধরে রাখা অনেক সময় কঠিন

